মুমিনের মৃত্যুতে আকাশ ও পৃথিবীর ক্রন্দন
হযরত আনাস (রা) বলেন,
রাসুলুল্লাহ (স) বলেছেন, প্রত্যেক মানুষের জন্য আকাশে দুটি দ্বারপথ রয়েছে । এক পথে তাঁর আমল ঊর্ধ্ব পথে আরোহণ করে, আর ওপর পথে তাঁর জীবিকা নাজিল হয়, যখন মুমিনের মৃত্যু হয় তখন ওই পথ দুটি তাঁর জন্য ক্রন্দন করে ।
— তিরমিজি শরীফ, মেশকাত শরীফ
হযরত ইবনে ওমর (রা) বলেন, যখন কোন মুমিনের মৃত্যু হয়, তখন কবরস্থান নিজেই নিজেকে সজ্জিত করে নেয় এবং কবরস্থানের প্রতিটি অংশই তাঁকে নিজের বুকে দাফন হওয়ার আশা পোষণ করতে থাকে ।
হযরত ইবনে আব্বাস (রা) বলেছেন, মুমিনের মরনে জমিন চল্লিশ দিন পর্যন্ত রোদন করে ।
— হাকেম , নুরুস সুদূর
তাবেঈ হযরত মুজাহিদ (র) থেকেও অনুরুপ বর্ণনা পাওয়া যায় ।
— আবু নাইম
হযরত আতাউল খরাসানি (র) বলেছেন, কেউ মাটির কোন স্থানে সেজদা দিলে, সেখানকার মাটি কেয়ামতের দিন তাঁর পক্ষে সাক্ষ্য দিবে । এবং ওই ব্যাক্তির মৃত্যুদিনে তাঁর জন্য কাঁদবে ।
— আবু নাইম