মুমিন ব্যক্তিকে মালাকুল মাউত এর সালাম
From Sunnipedia
Revision as of 08:53, 17 September 2015 by Khasmujaddedia1 (Talk | contribs)
হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসুলে করীম (সঃ) বলেছেন
মালাকুল মাউত ফেরেশতা যখন আল্লাহ্ তায়ালার কোন প্রিয় বান্দার নিকট আসে , তখন তাঁকে সালাম করে আর বলে, হে আল্লাহর বন্ধু ! তোমার প্রতি শান্তি বর্ষিত হোক । সে ঘর থেকে তুমি বের হয়ে এসো, যে ঘরকে তুমি নিজের চাহিদা জলাঞ্জলি দিয়েও নষ্ট করে দিয়েছ । আর সে ঘরের পানে চলো, যে ঘরকে তুমি এবাদত বন্দেগি দ্বারা আবাদ করেছ ।
— শরহে সুদূর