রাসূলুল্লাহ্ (সাঃ)এর কুদরতী প্রহরা
From Sunnipedia
হযরত আয়েশা (রা) রেওয়ায়েত করেন, রাসূলুল্লাহ্ (সা)-এর জন্য পাহারার ব্যবস্থা হলো। লোকজন পাহারা দিত। ইতিমধ্যে এ আয়াত নাযিল হলোঃ “আল্লাহ্ মানুষের ক্ষতি থেকে তোমাকে হিফাযত করবেন।”
রাসূলুল্লাহ্ (সা) পাহারায় নিয়োজিত সাহাবাদের ডেকে বললেনঃ তোমরা চলে যাও। আল্লাহ্ তা’আলা নিজেই আমার নিরাপত্তা বিধান করবেন।
— তিরমিযী ও বায়হাকী
‘খাসায়েসুল কোবারায় উল্লিখিত হয়েছে, আহমদ তিবরানী এবং আবূ নায়ীমের রেওয়ায়েতে হযরত জাদা (রা) বর্ণনা করেন, ‘আমি রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে ঘুরঘুর করছিল। রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করলেন, তোমরা ভয় করো না। কেউ আমাকে হত্যার চেষ্টা করলেও আল্লাহ্ তাকে সে সুযোগ দেবেন না। বস্তুত সকল সময়ে তাই হয়েছে।
তথ্যসূত্র
- রাসুলুল্লাহ (সঃ) এর জীবনে আল্লাহর কুদরত ও রুহানিয়াত (লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হামিদী, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)