৭ সময়ে গোছল করা ছুন্নাত
From Sunnipedia
Revision as of 03:05, 25 January 2016 by Khasmujaddedia1 (Talk | contribs)
- ১। জুমার নামাজের আগে।
- ২। দু’ঈদে ঈদগাহে যাওয়ার আগে।
- ৩। হজ্বের এহরাম বাঁধার সময়।
- ৪। মক্কা শরীফে দাখেল হলে।
- ৫। মৃত ব্যক্তিকে গোছল দেয়ার পরে গোছল দেয়া ব্যক্তির।
- ৬। শরীরের কোন জায়গায় বদ রক্ত বের করার জন্যে সিঙ্গা লাগানোর পরে।
- ৭। অমুছলিম ইছলাম কবুল করার সময়।