অজুর ফরজ সমূহ
From Sunnipedia
সকলের জন্য অজুর চারটি ফরজ।
- ১) মুখ মন্ডল ধৌত করা
- ২) দু’হাত কনুই সহ ধৌত করা
- ৩) মাথা মাছেহ করা
- ৪) দু’পায়ের গিরাসহ ধৌত করা
- ৫) ঘনদাড়ীওয়ালা ব্যক্তির জন্য দাড়ী ধুয়ে ফেলাও আর একটি ফরজ।
তথ্যসূত্র
- নামাজ প্রশিক্ষণ (লেখকঃ মাহবুবুর রহমান, প্রাক্তন উপাধ্যক্ষ, প্রতাপনগর আবূবকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা, সাতক্ষীরা)