ইমামত
'ইমামত' শব্দটি মাস্দার (ক্রিয়ামূল) । এই অর্থ হলো নেতৃত্ব দেয়া, ইমামতই করা, রাজত্ব করা, শাসনকার্য পরিচালনা করা ।
প্রকারভেদ
ইমামত দু'প্রকারঃ
১) ইমামতে সুগ্রা
২) ইমামতে কুব্রা
নামাজে ইমামতি করাকে বলা হয়ে ইমামতে সুগ্রা বা ছোট ইমামত । আর জাতির নেতৃত্ব দেওয়া, রাজ্য পরিচালনা করা, রাজ্যের বা সমাজের আদেশ নিষেধের অধিকার দেওয়াকে বলা হয় 'ইমামতে কুব্রা' ।
মুহাক্কিক আলেমগণ ইমামতে সুগ্রা ও ইমামতে কুব্রার নিম্নোক্ত সংজ্ঞা বর্ননা করেছেনঃ
জনসাধারণের উপর সাধারণভাবে নেতৃত্ব ও কর্তৃত্ব প্রয়োগ করার অধিকারী হওয়াকে ইমামতে কুব্রা বলা হয় । মুতাকাল্লিমীনের মতে ইমামতে কুব্রা বলা হয় দীন কায়েম রাখা ও কায়েম করা এবং ইসলামের হেফাজত করার নিমিত্তে রাসুলুল্লাহ (সঃ) এর প্রতিনিধিত্ব কর, যার অনুসরণ সমস্ত উম্মাতের উপর ওয়াজিব হয় । একে খিলাফাতও বলা হয় ।
ইমামতে সুগ্রা হলো, ইমামের নামাজের সাথে মুক্তাদীর নামাজকে সম্পৃক্ত করা— কাওয়াইদুল ফিক্হ
তথ্যসূত্র
- ↑ ফাতাওয়া ওয়া মাসাইল (ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)