ওহাবী/সালাফী/আহলে হাদিসদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী
শায়খুল ইসলাম, হেরম শরীফের মুফতী আল্লামা সাইয়্যেদ আহমদ ইবনে যায়নি দাহলান মক্কী ও আল্লামা জমিল আফন্দ সিদক্বী যুহাদী আলায়হিমার রাহমাহ্ তাঁদের লিখিত কিতাবাদিতে লিখেছেন-
নিশ্চয়ই অদৃশ্য জ্ঞাতা নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) বহু হাদিসে[1] ঐসব খারেজী সম্পর্কে খবর দিয়েছেন । এটা নবুয়তের আলামতসমূহের অন্যতম । তিনি অদৃশ্যের সংবাদাদি জানেন ।
হাদীস শরীফগুলোতে ইমামুল আম্বিয়া হযরত মোস্তফা (সঃ) এর এ ভবিষ্যতবাণীও রয়েছে-
শেষ জমানায় মুসায়লামা কাযযাবের শহরে এক ব্যক্তি আত্মপ্রকাশ করবে, যে দ্বীন-ই ইসলামকে বদলে ফেলবে ।
আল্লামা আফন্দী আলায়হির রাহমাহ্ এ এরশাদও লিপিবদ্ধ করেছেন-
নজদ থেকে এক শয়তান আত্মপ্রকাশ করবে, যার ফিতনা-ফ্যাসাদের কারণে আরব ব-দ্বীপে ভূমিকম্প হবে ।
— আদ্ দুরারুস সানিয়াহ্, পৃঃ ৪৯, আল ফজরুস্ সাদিক্ব, পৃঃ ২১
আল্লামা আফন্দী আলায়হির রাহমাহ্ লিখেছেন- একটি বর্ননা মিশকাত শরীফে রয়েছে-
শেষ জামানায় এমন সব লোক (পয়দা) হবে, যারা তোমাদেরকে এমন এমন কথা শোনাবে, যেগুলো না তোমরা শুনেছও, না তোমাদের পিতৃপুরুষরা শুনেছে ।[2][3] সুতরাং তোমরা নিজেরা নিজেদেরকে তাঁদের থেকে এবং তাঁদেরকে বাঁচাতে থাকো, যাতে তারা তোমাদেরকে পথভ্রষ্টতা ও ফিতনার মধ্যে না ফেলে । আর বনী তামীম (গোত্র) সম্পর্কে আল্লাহ্ তা’আলা এরশাদ করেছেন,
নিশ্চয় ঐসব লোক, যারা হে হাবীব, আপনাকে হুজুরার বাইরে থেকে ডাকছে, তাঁদের মধ্যে বেশীরভাগ লোক বিবকহীন[4]
আর আল্লাহ্ তা’আলা তাঁদের সম্পর্কে এটাও অবতীর্ণ করেছেন-
আপন আওয়াজ (কণ্ঠস্বর)কে উঁচু করো না । ঐ অদৃশ্য বক্তা (নবী)’র আওয়াজ (কণ্ঠস্বর মুবারক) থেকে ।[4]
উল্লিখিত সাইয়্যেদ আলাভী বলেন, বনী হানীফাহ্ ও বনী তামীম এবং ওয়া-ইলের সমালোচনা তোমাদের জন্য একথাই যথেষ্ট যে, বেশীরভাগ খারেজী তাঁদের অন্তর্ভূক্ত । আর অবাধ্য ইবনে আব্দুল ওয়াহ্হাবও তাঁদের অন্তর্ভূক্ত ।
— আদ্ দুরারুস সানিয়াহ্, পৃঃ ৫২, ইস্তাম্বুলে মুদ্রিত
তথ্যসূত্র
- ↑ আল্লামা দাহলান মক্কী আলায়হির রাহমাহ্ লিখেছেন, এসব হাদীস শরীফ সহীহ (বিশুদ্ধ), যেগুলোর মধ্যে কিছু সংখ্যক সহীহ বোখারী ও সহীহ মুসলিম শরীফে আছে, আর কিছু সংখ্যক রয়েছে পবিত্র হাদিসের অন্যান্য কিতাবাদিতে
- ↑ মুসলিম শরীফ
- ↑ মিশকাত শরীফে
- ↑ 4.0 4.1 সূরা হুজুরাত, পারা ২৬
- ওহাবী মাযহাবের হাক্বীক্বত (লেখকঃ মাওলানা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ ক্বাদেরী)