খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ
From Sunnipedia
ইকরিমা ইবন আব্বাস হযরত আব্বাস (রা) থেকে রেওয়ায়েত করেন যে, আবদুল মুত্তালিব বলেছেনঃ
রাসূল (সা) খাতনাকৃত অবস্থায় (পাক ও পরিচ্ছন্ন) ভূমিষ্ট হয়েছেন। আবদুল মুত্তালিবের কাছে বিষয়টি আশ্চার্য মনে হলো। ফলে তাঁর কাছে এ শিশুর মর্যাদা বেড়ে যায়। তিনি বলেন: আমার এ সন্তানটির বিরাট মর্যাদা হবে। শেষ পযর্ন্ত তাই হয়েছে।
হযরত আনাস (রা) রেওয়ায়েত করেন-
রাসূল (সা) ইরশাদ করেছেন: “আমার আল্লাহ্ আমাকে এ শান দিয়েছেন যে আমি খাতনা-করা অবস্থায় জন্মলাভ করেছি,আমার গুপ্তাঙ্গ কেউ দেখেনি।”
তথ্যসূত্র
- তিবরানী
- রাসুলুল্লাহ (সঃ) এর জীবনে আল্লাহর কুদরত ও রুহানিয়াত (লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হামিদী, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)