দান-খয়রাত - একনজরে
১) হাদিসঃ ‘দানশীলতা অর্থাৎ সাখাওয়াত আল্লাহর স্বভাব‘ অর্থাৎ আল্লাহ্ তা’আলা অতি বড় দাতা ও দয়ালু । - এবনুন্নাজ্জার
২) হাদিসঃ বান্দা রুটির একখানি টুকরা (এক মুষ্টি চাউল বা ভাত) দান করিলে আল্লাহ্ তা’আলা তাহা সন্তষ্ট হইয়া গ্রহন করেন এবং উহাকে অনবরত বাড়াইতে থাকেন । এমনকি, এক টুকরা রুটি ওহোদ পাহাড়ের সমান হইয়া যায় । অর্থাৎ ওহোদ পাহাড়ের সমান রুটি দান করিলে যত সওয়াব হইবে, খালেস নিয়তে এক টুকরা রুটি দান করিলেও আল্লাহ্ তা’আলা দয়া করিয়া তত সওয়াব দান করিবেন । কাজেই কম বেশির প্রতি লক্ষ্য করিবে না, যাহা সম্ভব হয় দান করিবে ।
৩) হাদিসঃ রসুলুল্লাহ (সঃ) বলিয়াছেনঃ ‘তোমরা খোরমার একটি টুকরা দান করিয়া হইলেও তদ্দ্বারা দোযখের আগুন হইতে রক্ষা পাইবার চেষ্টা কর ।’ অর্থাৎ অল্প জিনিস বলিয়া তুচ্ছ করিও না, যখন যাহা থাকে তাহাই দান কর । নিয়ত ঠিক হইলে অল্প জিনিসেও দোযখ হইতে রক্ষা পাওয়া যান । - কানযুল উম্মাল