নাজাছাতে খফীফা
From Sunnipedia
হালকা জাতীয় নাপাক যেমন মায়ের দুধ পানকারী ৭/৮ মাস বয়স পর্যন্ত ছেলে মেয়েদের পেশাব। হালাল পশুর পেশাব ও নাজাছাতে খফীফা। এ জাতীয় নাপাক শরীরে লাগলে প্রথমে পানি দিয়ে ধুয়ে ফেলু ন। পূণরায় পানি দিয়ে ধুয়ে নিন। এরপর আবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। মোট তিন বার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যা দূর করলে তার দূর্গন্ধও দূর হয়ে যায় এমন জাতীয় নাপাক নাজাছাতে খফীফা।
তথ্যসূত্র
- নামাজ প্রশিক্ষণ (লেখকঃ মাহবুবুর রহমান, প্রাক্তন উপাধ্যক্ষ, প্রতাপনগর আবূবকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা, সাতক্ষীরা)