নাজাছাতে গলীজা
From Sunnipedia
এমন নাপাক যা দূর করলেও তার দূর্গন্ধ দূর হয় না, যেমন-পায়খানা, গোবর বা পশু-পাখীর মল (পায়খানা) শরীরের কোন জায়গায় লাগলে প্রথমে তা ফেলে দিন। তারপর মাটি দিয়ে উক্ত জায়গা রগড়ান। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। মনে রাখুন যতক্ষন দূর্গন্ধ থাকবে ততক্ষন মাটি দিয়ে অথবা মাটির পরিবর্তে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। দূর্গন্ধ না থাকলে তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। হারাম পশুর পেশাব ও নাজাছাতে গলীজা। কেরোসিন, ডিজেল জাতীয় তরল পদার্থ নাপাক।
এ জাতীয় নাপাক পদার্থের দূর্গন্ধ যতক্ষন দূর না হয় ততক্ষন মাটি বা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। কিছু মাওলানা কেরোসিন, পেট্রোল ও ডিজেলকে পাক বলেছেন। এ মত সঠিক নয়। মনি বা বীর্য শরীরের কোন জায়গায় লাগলে তা প্রথমে উঠিয়ে ফেলুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্যসূত্র
- নামাজ প্রশিক্ষণ (লেখকঃ মাহবুবুর রহমান, প্রাক্তন উপাধ্যক্ষ, প্রতাপনগর আবূবকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা, সাতক্ষীরা)