নামাজী কোন নামাজে জাহান্নামে যাবে
আল্লাহ তাআ’লা কুরআন মাজীদে এরশাদ করেন -
অতএব দূর্ভোগ সে সব নামাজীর যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা লোক দেখানোর জন্যে নামাজ পড়ে।
— ছুরা মাউন, আয়াত ৪-৫
ছাআদ ইবনে আবি ওয়াক্কাছ থেকে বর্ণিত, রছূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লামকে “হুম আন ছলাতিহিম ছাহুন” সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রছূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি অছাল্লাম বললেন, যারা নামাজের ওয়াক্তের প্রতি লক্ষ্য রাখেনা। ইবনে জরীর হযরত আবু ইয়ালা থেকে বর্ণনা করেন- যারা নামাজের ওয়াক্তে নামাজ না পড়ে অন্য ওয়াক্তে পড়ে। আবু ইয়ালা থেকে বর্ণিত, ওয়াক্তের মধ্যে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে রুকু ছেজদা পূর্ণরূপে আদায় করেনা।
হযরত কাতাদা থেকে বর্ণিত, আফসোস ঐ ব্যক্তিদের জন্য যারা নামাজ পড়লে ছওয়াবের আশা করেনা আর না পড়লে শাস্তির ভয়ও করেনা। হযরত মুজাহিদ থেকে বর্ণিত, হযরত হাছান বলেন- তারা লোক দেখানোর জায়গা হলে নামাজ পড়ে আর না হলে নামাজ ছেড়ে দেয়।
— তাফসীরে মাজহারী ১০ম- ৩৫০ পৃঃ
তথ্যসূত্র
- নামাজ প্রশিক্ষণ