পুকুরে গোছল
From Sunnipedia
- শরীর ও কাপড়ের নাপাকী ধুয়ে ফেলুন। (ছুন্নাত)
- শরমগাহ ভালভাবে ধুয়ে ফেলুন। (ছুন্নাত)
- এবার অজুর নিয়মে অজু করুন। (ছুন্নাত)
- গড়গড়া করে কুলি করুন। (ফরজ)
- নাকের শক্ত হাড় পর্যন্ত পানি পৌছান। (ফরজ)
- অজুর বাকী কাজ নিয়ম মাফিক শেষ করুন।
- একবার পানির মধ্যে ডুব দিন। (ফরজ)
- সম্পূর্ন শরীর ভালভাবে হাত বা কাপড় দিয়ে ঘসে ফেলুন। যেন শরীরের কোন জায়গার একচুল পরিমাণ শুকনো না থাকে। শুকনো থাকলে ফরজ গোছল আদায় হবে না।
- আরও দুবার ডুব দিন। (ছুন্নাত)
- উঠে শরীর মু ছে ফেলুন। (ছুন্নাত)
- বিশেষভাবে লক্ষ্য রাখুনঃ
- উলঙ্গ হয়ে গোছল করবেন না।
- গোছলের সময় মেয়েরা বুকের ও মাথার কাপড় আলগা রাখবেন না।
- গায়ের ঘাম না শুকালে গোছল করবেন না। করা মাকরুহ।
- শরীরের কোন স্থানে আলকাতরা, মোম, মাছের আইশ, আটা, চুন বা নেল পালিশ থাকলে সেখানে পানি না পৌছান পর্যন্ত গোছল শুদ্ধ হবে না।
তথ্যসূত্র
- নামাজ প্রশিক্ষণ (লেখকঃ মাহবুবুর রহমান, প্রাক্তন উপাধ্যক্ষ, প্রতাপনগর আবূবকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা, সাতক্ষীরা)