পুরুষদের কুলুখ
From Sunnipedia
- শীতকালেঃ
- শীতকালে কুলুখের প্রথম ঢিলা মলদ্বারের পিছন থেকে সামনে আনুন।
- দ্বিতীয় ঢিলা সামনে থেকে পিছনে নিন।
- তৃতীয় ঢিলা পিছন থেকে সামনে আনুন।
- প্রয়োজনে চতুর্থ ঢিলা সামনে থেকে পিছনে নিন।
- পঞ্চম ঢিলা পিছন থেকে সামনে আনুন।
- কুলুখের মূল লক্ষ্য নাপাকী দূর করা। এজন্য প্রয়োজনে বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করবেন।
- গরমকালেঃ
- প্রথম ঢিলা সামনে হতে পিছন দিকে নিন।
- দ্বিতীয় ঢিলা পিছন হতে সামনের দিকে আনুন।
- তৃতীয় ঢিলা সামনে হতে পিছনের দিকে নিন।
- প্রয়োজনে চতুর্থ ঢিলা পিছন হতে সামনের দিকে নিন।
- পঞ্চম ঢিলা সামনে হতে পিছনের দিকে আনুন।
- পাকা পায়খানা হলে প্যানের মধ্যে মাটি বা কাপড়ের টুকরা ফেলবেন না। পায়খানা আটকে যেয়ে পাইপ বন্ধ হয়ে গেলে কষ্ট পেতে হবে।
- পানি যাওয়ার নালায় কখনো কুলুখ ফেলবেন না। ড্রেন আটকে দূর্গন্ধ হলে লোকে কষ্ট পাওয়ার কারণে গোনাহগার হবেন। এজন্য কুলুখ রাখার জায়গায় অথবা অসুবিধা না হয় এমন জায়গায় কুলুখ ফেলুন।
তথ্যসূত্র
- নামাজ প্রশিক্ষণ (লেখকঃ মাহবুবুর রহমান, প্রাক্তন উপাধ্যক্ষ, প্রতাপনগর আবূবকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা, সাতক্ষীরা)