মহররম মাসের বিশেষ দিনসমূহ
From Sunnipedia
- ১ মহররম
- হিজরী সনের শুরু
- বিবি হাবিবা ক্বাদরী (রহঃ) এর ওফাত
- ২ মহররম
- হযরত হুসাইন (রাঃ) এর কারবালার প্রান্তরে প্রবেশ এবং তাবু স্থাপন
- ৭ মহররম
- কারবালায় অবরোধ সৃষ্টি ও পানি বন্ধ
- আশুরা
- আশুরার দিনে আল্লাহ পাক আরশ, কুরসী,লাওহ,কলম, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন।
- আসমান, যমীন ও জান্নাত সৃষ্টি করেছেন এ দিবসেই।
- হযরত জিব্রাঈল আলায়হিস সালাম এবং মুক্বাররাবীন ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে এ দিনে।
- আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এ দিনে। এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং বেহেশত হতে দুনিয়াতে অবতরণের পর সাড়ে তিনশ বছর কান্নাকাটির পর তাঁর তওবা কবুল করা হয়েছিল এই আশুরার দিবসেই।
- আশুরার দিবসে আল্লাহ পাক হযরত ইদ্রিস আলায়হিস সালামকে অতি উচ্চমর্যাদা দান করেছিলেন।
- হযরত নূহ আলায়হিস সালাম ও জাহাজে আরোহনরত তাঁর অনুসারীদের মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছেন এই দিবসেই।
- আশুরার দিবসেই হযরত ইব্রাহীম আলায়হিস সালাম-এর শুভজন্ম হয়েছিল, তাঁকে নমরূদের অগ্নিকুন্ড হতে নাজাত দেয়া হয়েছিল এবং এ দিনেই তিনি খলিলুল্লাহ উপাধি লাভ করেন ।
- হযরত ইয়াকুব আলায়হিস সালাম এর কাছে হযরত ইউসুফ আলায়হিস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন এ দিবসে।
- আশুরার দিনে আল্লাহ পাক হযরত ইউনুছ আলাইহিস সালামকে মাছের পেটথেকে মুক্ত করেছিলেন।
- আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে ফির’আউনের কবল হতে মুক্তি দিয়েছিলেন এবং ফির’আউন ও তার দলবলকে সমুদ্রেডুবিয়ে মেরেছিলেন, এ আশুরার দিনে।
- এ দিনেই আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাম-এর তাওবা কবুল করেছিলেন।
- আশুরার দিনেই আল্লাহ পাক আসমান হতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন।
- আশুরা হযরত ঈসা আলায়হিস সালাম-এর জন্মদিন এবং এ দিনেই তাঁকে আসমানে তুলে নেয়া হয়েছিল।
- আল্লাহ পাক হযরত সুলাইমান আলায়হিস সালামকে এ দিনেই ‘মুলকে আযীম’ তথা মহারাজত্ব দান করেছিলেন।
- এ দিনেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে গভীর কূপ থেকে বের করা হয়েছিল।
- এ দিনেই হযরত আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগের কষ্ট থেকে মুক্তি দেয়া হয়েছিল।
- এ আশুরার দিনে রোযা রাখা উম্মতের জন্য ফরয ছিল, এ হুকুম রহিত করে রমজান মাসে রোযা রাখাকে ফরজ করা হয়েছে। [মুকাশিফাতুল কুলুব: ৩১১ পৃষ্ঠা]
- সর্বশেষ এ আশুরার দিন তথা হিজরি ৬১ সনের মুহররম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর আদরের দুলাল, মা ফাতেমাতুয যাহরা রাদ্বিয়াল্লাহু আনহা এর কলিজার টুকরা, বেহেশতী যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু কুখ্যাত ইয়াযীদের দুঃশাসন থেকে ইসলাম ও মুসলমানদের রক্ষায় ঐতিহাসিক কারবালা ময়দানে শাহাদাত বরণ করেন।
- মুহাররমের দশ তারিখ তথা আশুরার দিবসেই ক্বিয়ামত অনুষ্ঠিত হবে।
- ১১ মহররম
- ইমাম হুসাইন (রাঃ) এর পরিবারকে বন্দী অবস্থায় কুফায় আনীত হয়, ৬১ হিজরী ।
- ১২ মহররম
- কারবালায় শহীদগণের দাফন অনুষ্ঠিত হয় ।
- আইয়ামে বেজের নফল রোজা
- ১৩ মহররম
- ইসলাম প্রচারের জন্য হযরত আলী (রাঃ) এর ইয়েমেনে গমন ।
- আইয়ামে বেজের নফল রোজা
- ১৫ মহররম
- মুহাম্মাদ সিরাজুদ্দীন নকশ্বন্দী (রহঃ) এর জন্ম, ১২৯৭ হিজরী ।
- ১৬ মহররম
- বায়তুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ক্বিবলা পরিবর্তন ।
- ১৭ মহররম
- আবরাহার সৈন্য কর্তৃক কাবা আক্রমণ ।
- ২৫ মহররম
- হযরত জয়নাল আবেদীন (রাঃ) এর ৫৭ বছর বয়সে ওফাত, ৯৫ হিজরী ।
- ২৮ মহররম
- হযরত আশরাফ জাহাংগীর সেমনানী (রহঃ) এর ওফাত, ৮০৮ হিজরী ।