মহিলাদের কুলুখ
From Sunnipedia
- শীত ও গরম সকল সময়েঃ
- প্রথম ঢিলা/ কুলুখ সামনে হতে পিছনে নিন।
- দ্বিতীয় ঢিলা পিছন হতে সামনে আনুন।
- তৃতীয় ঢিলা সামনে হতে পিছনে নিন।
- যদি তিন কুলুখে মলদ্বার থেকে পায়খানার নাপাকী দূর না হয়ে থাকে তাহলে চতুর্থ ঢিলা পিছন থেকে সামনে আনুন।
- পঞ্চম ঢিলা সামনে থেকে পিছনে নিন।
- মনে রাখুনঃ
হাড়, কয়লা, শুকনা গোবর, দলা চুন, রাসায়নিক সার, সিমেন্ট, প্রভৃতি কুলুখে ব্যবহার করবেন না। করা মাকরুহ।
তথ্যসূত্র
- নামাজ প্রশিক্ষণ (লেখকঃ মাহবুবুর রহমান, প্রাক্তন উপাধ্যক্ষ, প্রতাপনগর আবূবকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা, সাতক্ষীরা)