মাটি থেকে পানি বের হলো
From Sunnipedia
ইব্ন সা’দ হযরত আমর ইব্ন সায়ীদের রেওয়াতের উদ্ধৃত করে বলেছেন যে, আবূ তালিব বলেন, একবার আমি আমার ভাতিজা রাসূল (সা)-এর সাথে সফরে ছিলাম। সফরে একবার ঘটনাক্রমে আমি অত্যন্ত পিপাসার্ত হয়ে তাঁকে বললামঃ আমার খুব পিপাসা পেয়েছে। পানি নেই। এখন কি যে করি ! ‘ভাবছিলাম, এটা স্রেফ বলার জন্যই বলা। আফসোস করা ছাড়া তারই বা করার কি আছে ?
আমার কথা শুনে মুহাম্মদ (সা) উট থেকে নেমে পড়লেন। বললেনঃ ‘আপনার পিপাসা পেয়েছে, চাচা!’আমি বললাম, হ্যাঁ। এরপর তিনি পিছনে মাটির দিকে ঝুঁকলেন এবং হঠাৎ করেই সেখানে আমি পানি দেখতে পেলাম। তিনি বললেনঃ ‘চাচা ! পানি পান করুন।’ আমি পানি পান করলাম।
তথ্যসূত্র
- খাসায়েসুল কোবরা
- রাসুলুল্লাহ (সঃ) এর জীবনে আল্লাহর কুদরত ও রুহানিয়াত (লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হামিদী, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)