মুসনাদে ইমাম আবূ হানিফা
From Sunnipedia
১৫ টি ভাষ্য তথা রেওয়াতে এটি পৃথিবীর বিভিন্ন প্রসিদ্ধ মিউজিয়ামে ও কুতুব খানায় সংরক্ষিত ।
- ১) ইমাম আবু ইউসুফ; কায়রো ও ইস্তাম্বুল
- ২) আল হাসান ইবনে জিয়াদ আল লুলুই (২০৪/৮১৯) ; বাগদাদ
- ৩) আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইয়াকুব ইবনে আল হারিস আল বুখারী ( মৃত্যু ৩৪০/৯৫০) বার্লিন , কায়রো , ইস্তাম্বুল , দামেস্ক ।
- ৪) আবু বকর মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আলী ‘ আসিস জাজান আল মুক রী’ ( মৃত্যু ৩৮১ /৯৯১) ; ইস্তাম্বুল।
- ৫) আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে মুহাম্মদ ইবনে মান দাহ ( মৃত্যু ৩৯৫ /১০০৫) বার্লিন , ইস্তাম্বুল ।