মুহাম্মদ (সঃ) এর এলমে গায়েবঃ হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবায়র (রাঃ)
From Sunnipedia
ইমাম মুসলিম হযরত আবু হোরায়রা (রা:) থেকে বর্ণনা করেন যে
রাসূলুল্লাহ (দ:) হেরা পর্বতে সর্ব-হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা ও যুবায়র রাদিয়াল্লাহু আনহুমের সাথে অবস্থান করছিলেন যখন পাথর নড়ে ওঠে। এমতাবস্থায় হুযূর পাক (দ:) ওর উদ্দেশ্যে বলেন, “স্থির হও! তোমার ওপরে আর কেউই নেই একজন পয়গম্বর, একজন সিদ্দিক, কিংবা শহীদান ছাড়া।”
- নোট
- হযরত আবু হোরায়রা (রা:) থেকে মুসলিম, আত্ তিরমিযী (সহীহ) ও ইমাম আহমদ বর্ণিত।
- বাস্তবিকই হযরত আবু বকর (রা:) ছাড়া বাকি সবাই শাহাদাত বরণ করেন - আল্লাহ তাঁদের সবার প্রতি রাজি হোন।
- পাহাড়ের কম্পন আবারও (অন্য সময়ে) হয়েছিল যখন নবী পাক (দ:) অন্য কয়েকজন সাহাবীসহ সেখানে গিয়েছিলেন।
তথ্যসূত্র
- মহানবী (দ:)-এর অদৃশ্য জ্ঞানবিষয়ক ৮০টি হাদীস-[ইমাম কাজী ইউসুফ নাবহানী (রহ:)-এর ৯০০ পৃষ্ঠাব্যাপী গ্রন্থ ‘হুজ্জাতুল্লাহি আ’লাল আ’লামীন ফী মো’জেযাতে সাইয়্যেদিল মুরসালীন (১৩১৭ হিজরী/১৮৯৯ খৃষ্টাব্দ) হতে সংগৃহীত]-মূল: শায়খ ড: জিবরীল ফুয়াদ হাদ্দাদ দামেশকী-অনুবাদ: কাজী সাইফুদ্দীন হোসেন
- sufi-hearth.blogspot.com