রোজা
'রোজা' শব্দটি ফার্সি । এর আরবি শব্দ হল 'সাওম' । 'সাওম' শব্দের আভিধানিক অর্থ বিরত থাকা । শরীয়াতের পরিভাষায় সুব্হে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়াত সহকারে পানাহার এবং স্ত্রী সহবাস হতে বিরত থাকাকে 'সাওম' বা রোজা বলা হয় । (আলমগীরী ও কাওয়াইদুল ফিক্হ)
ইসলামের দৃষ্টিতে রোযা হল এমন এক সার্বজনীন ইবাদত যা রোজাদারকে দান করে আত্মার সজীবতা, হৃদয়ের পবিত্রতা ও চিন্তাধারার বিশুদ্ধতা । এ রোযার উপর আল্লাহ্ তা’আলা যে পুরস্কার ঘোষণা করেছেন তা এক মুহুর্তে মানুষকে করে তোলে ভোগে বিতৃষ্ণ ত্যাগে উদ্বুদ্ধ এবং আত্মবিশ্বাসে বলীয়ান । হাদিসে কুদসিতে উল্লেখ রয়েছে
আল্লাহ্ পাক ইরশাদ করেনঃ রোযা আমারই জন্য এবং আমি নিজেই এর পুরস্কার দান করবো
অন্য এক হাদিসে আছে
রোজাদার ব্যক্তি দু’টি আনন্দ লাভ করবে । একটি আনন্দ হল ইফতারের মুহুর্তে আর অপরটি হলো তাঁর প্রতি পালকে সাথে সাক্ষাতের মুহুর্তে
রোজাদার ব্যক্তির যেন সাধ্যাতীত কষ্ট না হয় এর জন্য রাসূলুল্লাহ (সঃ) সাহ্রীকে সুন্নাত এবং বিলম্বে সাহরী গ্রহণ করাকে মুস্তাহাব বলেছেন । এমনিভাবে ইফতারের সময় বিলম্ব না করে ওয়াক্ত হতেই ইফতার করার হুকুম দিয়েছেন ।
তথ্যসূত্র
- ফাতাওয়া ওয়া মাসাইল (ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)