হত্যার চেষ্টাকারী সিংহের তাড়া খেল
হযরত অরওয়া ইব্ন যোবায়ের বর্ণনা করেন, নজর ইব্ন হারিছ রাসূলুল্লাহ্ (সা)-কে কষ্ট দিত। গ্রীষ্মকালে একদিন দুপুরের তীব্র গরমের মাঝে রাসূলুল্লাহ্ (সা) তাঁর প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য রওয়ানা হলেন। তিনি সানিয়াতুল হুজনের নিম্নাঞ্চলে পৌঁছলেন।
এ কাজে দূরে (নির্জনে) চলে যাওয়া তাঁর স্বভাব ছিল। ‘নজর’ তাঁকে যেতে দেখল। ভাবল, তাঁকে হত্যা করার এমন উত্তম সুযোগ আর কখনও পাওয়া যাবে না। সে রাসূলুল্লাহ্ (সা)-এর দিকে ধাওয়া করে গেল। কিন্তু অকস্মাৎ ভীত-সন্ত্রস্ত হয়ে ঘরে ফিরে এলো। পথে আবূ জেহেলের সাথে দেখা। আবূ জেহেল বলল, কোথা থেকে এলে ?
নজর বললঃ আমি মুহাম্মদের পিছু নিয়োছিলাম। উদ্দেশ্য ছিল তাঁকে হত্যা করা। সে নির্জনে ছিল। কিন্তু হঠাৎ অনেকগুলো সিংহ মুখ হা করে আমার দিকে তেড়ে এলো। ভীত হয়ে ফিরে এলাম।
পাপিষ্ঠ আবূ জেহেল বললঃ এটাও একটা জাদু। (খাসায়েসুল কোবরা)
নজর ইব্ন হারিস ছিল কুরায়শ কুচক্রীদের অন্যতম। সে কুরআনের অনুরুপ কালাম বলার চেষ্টা করত। (ইব্ন ইসহাক)
তথ্যসূত্র
- রাসুলুল্লাহ (সঃ) এর জীবনে আল্লাহর কুদরত ও রুহানিয়াত (লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হামিদী, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)