হযরত আবুল হাসান খরকানী ও দরসে হাদীছ
হযরত আবুল হাসান খরকানী (রহমাতুল্লাহে আলাইহি) এর কাছে এক ব্যক্তি ইলমে হাদীছ পড়ার জন্য এসে ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি হাদীছ কার কাছে পড়েছেন? হযরত খারকানী বললেন, আমি হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে হাদীছ পড়েছি। লোকটির বিশ্বাস হলো না। রাত্রে যখন শুইলেন স্বপ্নে হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তশরীফ আনলেন এবং ফরমালেন, আবুল হাসান সত্য বলেছে, আমিই ওকে পড়াযেছি। সকালে সে আবুল হাসানের খেদমতে হাজির হয়ে হাদীছ পড়তে লাগলেন,কতেক জায়গায় হযরত আবুল হাসান বলেন, এ হাদীছ আমাদের হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত নয়। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন? তিনি বললেন, তুমি যখন হাদীছ পড়তে শুরু করেছ তখন আমি হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ভ্রু মুবারক দেখতে লাগলাম। আমার এ চোখদ্বয় হুযুরের ভ্রু মুবারকের উপর নিবিষ্ট রয়েছে। যখন হুযুরের ভ্রু মুবারক কুঁচকে যায়, তখন আমি বুছে ফেলি যে, হুযুর এ হাদীছকে অস্বীকার করেছেন।
- সবক
আমাদের হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবিত এবং হাজির নাজির। নেক্্কার বান্দাগন এখনও হুযুরের দীদার লাভ করে থাকেন। যে হুযুরকে জীবিত স্বীকার করে না, সে নিজেই মৃত।
তথ্যসূত্র
- তাজকিরাতুল আওলিয়া ৪৭৬ পৃঃ
- ইসলামের বাস্তব কাহিনী - ১ম খন্ড