হযরত হামজা (রাঃ)এর জিবরাঈল (আঃ)কে দর্শন
From Sunnipedia
হযরত আম্মার ইব্ন আবি আম্মার (রা) রেওয়ায়েত করেন, হযরত হামজা (রা) আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ্ ! আমি জিবরাঈল (আ)-কে তাঁর আসলরুপে দেখতে চাই।
রাসূলুল্লাহ্ (সা) বললেনঃ তাঁকে দেখার সামর্থ্য তোমার নেই।
হাজমা বললেনঃ অবশ্যই তাঁর সাথে আপনি আমার দেখা করান। তিনি বললেনঃ ঠিক আছে, তুমি বসো। হামজা বসে রইলেন।
জিবরাঈল (আ) কাবা প্রাঙ্গণের একটি কাঠের উপর অবতারণ করলেন। যার উপর তাওয়াফকালে মুশরিকরা তাদের কাপড় ঝুলিয়ে রাখত। রাসূলুল্লাহ্ (সা) হামজা (রা)-কে বললেনঃ চোখ তুলে তাকাও। তিনি তাকিয়ে পা দু’খানা সবুজ যমরুদের মত দেখলেন এবং তারপরই বেহুঁশ হয়ে পড়ে গেলেন। (বায়হাকী)
তথ্যসূত্র
- রাসুলুল্লাহ (সঃ) এর জীবনে আল্লাহর কুদরত ও রুহানিয়াত (লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হামিদী, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)